ফের রোহিঙ্গা ক্যাম্পে যুবক খুন!

ইমরান আল মাহমুদ •


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গুলাগুলিতে মো. সেলিম (৩০) নামের এক রোহিঙ্গা গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার(১৬ জুন) দুপুরে কক্সবাজার জার্নাল কে এ তথ্য নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।

তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে ক্যাম্প-২ ওয়েস্ট এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে গুলাগুলিতে ক্যাম্প-২ এর মো. সেলিম নামের একজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।

পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ১৪ এপিবিএন সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

আরও খবর