নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের পর্যটন এলাকার হোটেল মোটেল জোনে ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব-১৫। যেখান থেকে ১৩ লাখ টাকা সহ ৮ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- আলমগীর হোসেন (৩৯), নবী সুলতান (৪৮), কবির আহমদ (৪৭), শামীম আহমদ (৪৬), কামাল উদ্দিন (৩০), রাসেল আহমদ (৩৬), মোহাম্মদ নুর (৩৮), রবিউল হোসেন (৩৫)।
সোমবার (১৩ জুন) রাত ৯ টার দিকে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।
র্যাব জানায়, হোটেল মোটেল জোনের একটি ফ্ল্যাটে ক্যাসিনো বোর্ড দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকা সহ ৮ জনকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-