তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী

সংবাদ বিজ্ঞপ্তি •


কক্সবাজারের সুগন্ধা বায়তুল মামুর জামে মসজিদের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুন) শহরের অভিজাত এক হোটেলের হলরুমে সাংবাদিক সংসদ কক্সবাজার আয়োজিত প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারী দেওয়া হয়।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সহ—সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আজিজ রাসেল একজন মাঠ পর্যায়ের স্বচ্ছ ও পরিশ্রমী সাংবাদিক। সামাজিক ও দেশপ্রেমের দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে সমাজের অন্যায়—অবিচার ও দুনীর্তির কথা তুলে ধরে আসছেন। তারই ধারাবাহিকতায় সুগন্ধা বায়তুল মামুর জামে মসজিদের প্রায় ৪০ লাখ টাকা আত্মসাত নিয়ে সাধারণ মুসল্লীরা ও ব্যবসায়ীরা মানববন্ধন করে। আজিজ রাসেল একজন পেশাদার সাংবাদিক হিসেবে বিষয়টি নিয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে। কিন্তু এতে মসজিদের টাকা আত্মসাতকারীদের আক্রোশের শিকার হন তিনি। অবিলম্বে আজিজ রাসেলসহ তিনি সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচী দিতে বাধ্য হবে সাংবাদিক সংসদ কক্সবাজার।

এসময় সিনিয়র ও পেশাদার সাংবাদিকেরা বক্তব্য রাখেন।

আরও খবর