টেকনাফে তিনটি স্বর্ণের দোকানে জরিমানা

টেকনাফ প্রতিনিধি •

কক্সবাজারের টেকনাফে ক্রেতা সাধারণের কাছ থেকে অতিরিক্ত মুল্যে রাখার অভিযোগে তিনটি সোনার দোকান কতৃপক্ষের কাছ থেকে ৩০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় আরও ১০টি দোকান কতৃপক্ষকে সতক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা পযন্ত টেকনাফ পৌরসভার লামার বাজার(চৌধুরীপাড়া)এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেত্বতে ছিলেন-টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী।সহযোগিতায় ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব-১৫)এর টেকনাফ ক্যাম্পের

লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী ও একটি বিশেষ দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী বলেন, ক্রেতা সাধারণের কাছ থেকে বিভিন্ন ধরনের অজোখাতে অতিরিক্ত দাম রাখার অভিযোগে মংখিং ওয়ান জুয়েলার্স, ছিং চউ জুয়েলার্স, উলামং স্বর্ণকারসহ তিনটি দোকান কতৃপক্ষকে ১০হাজার টাকা করে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন,দীর্ঘদিনের অভিযোগ সোনার দোকানে সোনা কিনতে হলে প্রতিভরিতে ১ আনার মূল্য ও মজুরি খরচ অতিরিক্ত পরিশোধ করতে হয়।

অর্থাৎ এক ভরির সোনার চেইন তৈরিতে অতিরিক্ত ১ আনা সোনা বেশি দিতে হয়।সঙ্গে মজুরি খরচ তো আছেই।সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের কোনো যৌক্তিক আইন বা কাগজ-পত্র দেখাতে না পারায় এবং এভাবে অতিরিক্ত অর্থ আদায়ের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪০ধারায় তিনটি দোকান কতৃপক্ষকে জরিমানা করা হয়।

এসময় আরও ১০টি দোকান কতৃপক্ষকে সতক করা হয়েছে।তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

আরও খবর