রোহিঙ্গা শিবিরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬

তাওহীদুল ইসলাম রাপী •


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) রাত আড়াইটায় উখিয়ার কুতুপালং ক্যাম্প ২/ওয়েস্ট, সাব-ব্লক-বি/ই এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গেপ্তার ব্যক্তিরা হলেন- ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-বি/ই-৫ নিবাসী মো. সেলিম (২৩), ক্যাম্প ৪, ব্লক ডি-১৫ নিবাসী হামিদ হোসেন (৩৩), একই ক্যাম্পের ব্লক-বি/২৩ নিবাসী জিয়াউর রহমান (২১), ক্যাম্প-১-ওয়েস্ট, ব্লক ১/বি নিবাসী জানে আলম (২২), ক্যাম্প ১৭, ব্লক বি/১০৩ নিবাসী জাবেদ হোসেন (২৩), ও ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-এ /১০ নিবাসী মো. কাসেম (২৩)।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, শুক্রবার রাতে বেশ কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়।

আরও খবর