ইমরান আল মাহমুদ,উখিয়া •
কক্সবাজারের উখিয়ায় আজিম উদ্দিন নামের এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। নিহত আজিম উদ্দিন ওই ক্যাম্পের নেতা।
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ কামরান হোসেন কক্সবাজার জার্নালকে বলেন, একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে রোহিঙ্গাদের হেড মাঝি আজিম উদ্দিনকে হত্যা করে। এ সময় তাদের কোপে আরও দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এখনো হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসীদের চিহ্নিত করা যায়নি। তাদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-