ইমরান আল মাহমুদ •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক রোহিঙ্গা ও বহিরাগত দ্বিতীয় সচিব ব্রায়নি অ্যানরিয়েন কর’র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল।
বুধবার(৮ জুন) সকাল ৯টায় প্রতিনিধিদল ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম এবং জেন্ডার ভায়োলেন্স নিয়ে নারীদের সচেতনতা তৈরি ও পরামর্শ প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেন্টারে প্রশিক্ষণার্থী রোহিঙ্গা নারীদের সাথে মতবিনিময় করেন। পরে ক্যাম্প ইনচার্জ এর সাথে মিটিং করেন প্রতিনিধিদল।
পরে দুপুরে ক্যাম্প-৫ এর এ ব্লকে অবস্থিত এফএইচ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন, ডাক্তারদের সাথে মতবিনিময় ও ক্যাম্প-৫ এর মাঝিদের সাথে রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তারা।
ক্যাম্প থেকে প্রতিনিধিদল দুপুর ১টায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে ৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান’র সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদল রোহিঙ্গাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় চার সদস্যের প্রতিনিধি ছাড়াও ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-