ইমরান আল মাহমুদ •
নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার ও শুক্রবার(২ ও ৩ জুন) দুদিনের সফরে ভাসানচর কবরস্থান সংলগ্ন বেড়ি বাঁধ,২নং বাজারস্থ চীনা কোম্পানি কর্তৃক নির্মাণাধীন ভাসানচর জেটি ঘাটের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিনিধিদল। অন্যদিকে,ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টেও উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন তিনি। খেলায় দুদলই নির্ধারিত সময়ে গোল করতে না পারায় ট্রাইবেকারে ম্যাচ গড়ায়। এতে ড্রীম ফুটবল ক্লাব (নীল দল) ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবকে (লাল দল) ৬-৫ গোলে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন চীনা রাষ্ট্রদূত জিমিং।
বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার প্রতিনিধি দলটি বেড়ীবাঁধ সংলগ্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পরিদর্শন শেষে ৬৩ নং সেল্টার এর ব্র্যাকের কমিনিউটি সেন্টারে আসে।সেখানে তারা রোহিঙ্গার সাথে বলে। এ সময় প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের কাছ থেকে মায়ানমারের যেতে চাই কিনা জিঙ্গাসা কররে তারা দ্রুত মায়ানমার যেতে চাই বলে জানায়। পরে তারা ব্র্যাক লার্নিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান পরিদর্শন করে। এসময় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে শনিবার(৪ জুন) সকালে ভাসানচর ত্যাগ করে প্রতিনিধিদল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-