অর্ধলক্ষ ইয়াবাসহ উখিয়ার শফি আলম র‍্যাবের জালে

ইমরান আল মাহমুদ •


কক্সবাজার সদরের খরুলিয়া সিকদার পাড়ায়
অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

গতকাল বুধবার কক্সবাজার জার্নাল কে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

তিনি জানান, বুধবার(১ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের খরুলিয়া সিকদার পাড়ায় অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবাসহ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া এলাকার শামসুল আলমের ছেলে মো. শফি আলম(৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

আরও খবর