নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদরের খুরুশকুলে হ্যান্ডকাপসহ ওয়ারেন্টভুক্ত সোহেল রাজ ওরফে সোহারেশ (৩২) নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় সোহেল রাজের পিতা খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার রিয়াজ উদ্দিন মিনুসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুন) দিবাগত রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে। আসামী পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলেও হ্যান্ডকাপের বিষয়ে পুলিশের বক্তব্য রহস্যজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে কক্সবাজার সদর থানার একদল পুলিশ খুরুশকুল ৪নং ওয়ার্ডের কাউওয়ার পাড়া এলাকায় মিনু মেম্বারের বাড়িতে অভিযান চালায়। অভিযানে সোহেল রাজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার সাথে সাথে পরিবারের ৮ থেকে ১০জন সদস্যসহ এলাকাবাসীরা সোহেলকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করে। এই ঘটনায় পুলিশ সোহেল রাজের পিতা স্থানীয় মেম্বার রিয়াজ উদ্দিন মিনু ও প্রতিবেশি শাহাব উদ্দিন নামে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। সোহেল রাজের বিরুদ্ধে ইয়াবা ও মারামারিসহ তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার সদর থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন জানান, আমি একটি মিটিংয়ে ছিলাম। তবে মিনু মেম্বারকে থানায় নিয়ে আসা হয়েছে পুলিশের সাথে দুর্ব্যবহার করার কারণে। রাতে পুলিশের একটি টিম ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করতে গিয়েছিল খুরুশকুলে। এসময় একজন পালিয়ে যায়।
সেলিম উদ্দিন বলেন, ছিনিয়ে নিয়ে বা হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। তারপরও বিষয়টি আরো খবর নিয়ে দেখছি। কারণ আমি সকালে মিটিংয়ে আসার একটু আগে জেনেছি। এ বিষয়ে বিস্তারিত বলতে পারলেন ওসি অপারেশন।
যোগাযোগ করা হলে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন নাছির উদ্দিন বলেন, এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। পরে জানানো হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-