চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারি ঘাট এলাকা থেকে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (৩০ মে) বিকেল সাড়ে পাঁচটার সময় সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের টিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন : মো. মহিউদ্দিন (২২), মো. আবু বকর প্রকাশ চী-খোয়াই মারমা (১৯) ও শুকুর চৌধুরী (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জব্দকৃত ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ এলাকা হতে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসে বলে পুলিশের কাছে স্বীকার করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-