রোহিঙ্গা শিবিরে শিশু ধর্ষণের অভিযোগে আটক ২

টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে রোহিঙ্গা শিবিরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছেন এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যরা।

শুক্রবার রাতে তাদের আটক করা হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল নামক এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলো হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর শিবিরের ইউনুস (৩০) ও এক কিশোর। এ তথ্য নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

এপিবিএন পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে শিশু টিকে প্রলোভন দেখিয়ে লম্বাবিল নামক এলাকায় নিয়ে যায় অভিযুক্ত ২ জন। পরে তারা শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি ঘরে ফিরে এসে মাকে বিষয়টি জানায়। এরপর রাত সাড়ে ৯টার দিকে শিবিরের রোহিঙ্গা দলনেতা (মাঝির) মাধ্যমে বিষয়টি এপিবিএন পুলিশকে জানানো হয়। এ ঘটনায় শিবিরের এক বাসিন্দা বাদী হয়ে একটি অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ ২ জনকে আটক করার জন্য অভিযান চালায়। পরে দিবাগত রাত একটার দিকে রোহিঙ্গা শিবিরের ‘ডি’ বøকের কাঁটাতারের বেষ্টনীসংলগ্ন পাহাড়ের ঢালে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়। শিশুটিকে প্রথমে এমএসএফ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত দুজনকে থানা-পুলিশে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর