পাহাড়ে সন্ত্রাসীদের খুঁজে শাস্তির আওতায় আনা হবে: আইজিপি

কক্সবাজার জার্নাল ডেস্ক:

পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, আমি সন্ত্রাসীদের সব সময় বলি জনগণ ও রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার সাহস দেখায়, তারা আহম্মক। রাষ্ট্র ও জনগণের কাছে এই সব অপশক্তি তুচ্ছ। সবার সহযোগিতা নিয়ে এইসব লোকদের খুঁজে বের করবো এবং শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রাঙামাটি নিউ পুলিশ লাইন্সে তিন পার্বত্য জেলায় তিনটি করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্স ক্যাম্প এবং রাঙামাটিতে এপিবিএনের ডিআইজি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলা ট্রিবিউন

আরও খবর