কক্সবাজার জার্নাল ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে আসা মোহাম্মদ নুর মিয়া (৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়।
আটক নুর মিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের মকবুল আহম্মেদের ছেলে। সে টেকনাফ ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে বসবাস করে। বর্তমানে নুর মিয়া পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানায়, রোহিঙ্গা মোহাম্মদ নুর মিয়া অপরিচিত একজনের সাথে শ্যামলী পরিবহণের একটি বাস চড়ে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে দিনাজপুর এসেছিল।
পুলিশ জানায়, রোহিঙ্গা নুর মিয়া উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের ধান কাটা শ্রমিকদের একটি গ্রুপে ধান কাটার কাজ করছিল। মঙ্গলবার কাজ করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। কথাবার্তা অন্য এলাকার হওয়ায় গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে রোহিঙ্গা মোহাম্মদ নুর মিয়াকে আটক করে।
ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, আটক রোহিঙ্গা সুস্থ হয়ে উঠলে তাকে তার ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। সেই সাথে তার সাথে আরও কোনো রোহিঙ্গা পালিয়ে এসেছে কিনা তাও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় এবং পর্যাপ্ত পুষ্টিগুণ সম্পন্ন খাবার না খাওয়ায় তার শরীর দুর্বল হয়ে পড়েছে। এখন সে কিছুটা সুস্থ রয়েছে।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-