নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরেরর ঝাউবনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি অপারেশন) নাছির উদ্দিন মজুমদার।
তিনি জানান, ‘সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের লাশের খবর পেয়েছি। কবিতা চত্বর এলাকায় গলায় ফাঁস অবস্থায় যুবকের লাশ উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ইনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক অলিউর রহমান জানান, ‘ইনানী সৈকতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে। প্রাথমিকভেবে তার পরিচয় মিলেনি। পুলিশ মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে বলে জানান!
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-