নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (২২ মে) বিকেলে উখিয়া-টেকনাফ সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উখিয়ার বালুখালীর মৃত সৈয়দ কাশেমের ছেলে মো. ইসমাইল জয়নাল (২২), উপজেলার খারাইংঘোনার মো. ইসমাঈলের ছেলে মো. জসিম উদ্দিন (২৫) ও ঘোনারপাড়ার নুর মোহাম্মদের ছেলে জোবায়েদ উদ্দিন (২১)।
র্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া-টেকনাফ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় একটি টমটম তল্লাশি করে ইসমাইল, জসিম ও জোবায়েদকে আটক করে। এসময় জয়নালের কাছ থেকে উদ্ধার প্লাস্টিকের বস্তার ভেতরে ইট সদৃশ স্কচটেপ ও কাগজ মোড়ানো পোটলা থেকে এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পরে গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-