চকরিয়ায় ইউপি সচিব ও গ্রাম পুলিশকে পেটানো সেই ইউপি সদস্য কারাগারে

এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া •

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব ও গ্রাম পুলিশকে মারধরে অভিযোগে দায়ের করা মামলায় জেল হাজতে গেলেন ওই ইউনিয়নেরই ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.রমজান আলী।

সোমবার (২৩ মে) ইউপি সদস্য রমজান আলী চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক রাজীব কুমার দেব তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মো.শফিক বলেন, চলতি বছরের ২৯ জানুয়ারি ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির ও গ্রাম পুলিশকে মারধর করে ইউপি সদস্য মো.রমজান আলী। ওই ঘটনায় ইউপি সচিব হুমায়ুন কবির বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

এই মামলায় আত্মসমর্পন করতে সোমবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ইউপি সদস্য রমজান আলী। পরে আদালতের বিজ্ঞ বিচারক ইউপি সদস্যের জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও খবর