গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ ২ বিজিবি সদস্যরা পৃথক ২টি অভিযান পরিচালনা করে প্রায় ১১ কোটি টাকা মুল্যমানের ২ কেজি ১১৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১১৮ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
বিজিবির পাঠানো প্রেস বার্তা সুত্রে জানা যায়, ২৩ মে (সোমবার) ভোরে টেকনাফ উপজেলার আওতাধিন দমদমিয়া ও শাহপরীর দ্বীপে কর্মরত বিজিবি সৈনিকরা উক্ত মাদক গুলো জব্দ করতে সক্ষম হয়।
মাদক গুলোর আনুমানিক মূল্য ১০ কোটি ৬১ লাখ ২৭ হাজার টাকা হবে বলে জানায় বিজিবি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ি (সোমবার) ভোর ৪টার দিকে দমদমিয়া কামালের জোড়া নামক এলাকার নাফনদী সংলগ্ন কেওড়া বাগানে অভিযান চালানোর সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কারবারিদের পেলে যাওয়া একটি কালো পলিথিনে মোড়ানো ১ কেজি, ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করে।
অপরদিকে একই দিন সকালে শাহপরীরদ্বীপ বিওপিতে কর্মরত বিজিবি সৈনিকরা নাফনদী সংলগ্ন বেড়ীবাঁধ এলাকা থেকে পাচারকারীদের রেখে যাওয়া আইস ও মদের চালান ভর্তী কয়েকটি বস্তা থেকে ১ কেজি, ৬৩ গ্রাম আইস ও ১১৮ বোতল মদ উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি জানান, উক্ত অভিযানটি চলাকালীন সময়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত অপরাধীরা কৌশলে পালিয়ে গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-