ডেস্ক রিপোর্ট •
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানের খবর শুনে পালাতে গিয়ে জাকারিয়া আলম নামে সাবেক এক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া আলম (৫৫) আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ও গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
স্থানীয়রা জানান, বিকালে মাদকবিরোধী অভিযানের খবর শুনে আকন্দবাড়িয়া গ্রামের রায়পাড়া মাঠ থেকে দৌড়ে মুচিপাড়ায় হাসান আলীর বাড়ির সামনে রাস্তায় এসে পড়ে যান জাকারিয়া। এ সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ছুটে এসে মাথায় পানি ঢালা শুরু করলে কিছুক্ষণের মধ্যেই মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, বিকালে আকন্দবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মাসুরা খাতুনের বাড়িতে ফেনসিডিল সেবন করতে যান জাকারিয়াসহ তিন জন। ফেনসিডিল সেবনের সময় মাসুরার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টিম। খবর পেয়ে পালিয়ে যান জাকারিয়াসহ তিন জন। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় স্ট্রোক করে মারা যান জাকারিয়া।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, বিকালে আকন্দবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মাসুরা খাতুনের বাড়িয়ে অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে দর্শনা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে ওই সময় কেউ পালিয়ে গিয়ে মারা গেছে কিনা জানা নেই।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সুতরহাল প্রতিবেদন শেষে কোনও অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়নি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-