নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ মে (রোববার) তাকে গ্রেপ্তার করা হয়। আটক যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল দক্ষিণ পাড়া গ্ৰামের আজিজুল হকের ছেলে মোঃ সামির (৩২)।
কক্সবাজার জার্নালকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ।
ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আফসার আহমেদ, এস আই তারিক আজিজ ও এ এস আই হাসানুজ্জামান অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ-সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-