লাখ টাকা বেতনে চাকরির সুযোগ, কর্মস্থল উখিয়া

এনজিও সংস্থা আইআরসি বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের উখিয়া অফিসে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : এডিটরিয়ার ম্যানেজার।
পদের সংখ্যা : উল্লেখ নেই। চাকরির ধরন : চুক্তিভিত্তিক। আবেদন যোগ্যতা : সোশিয়লজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, জার্নালিজম বা ম্যাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার্স পাস।

এনজিও, আইএনজিও বা নন-প্রফিট অর্গানাইজেশনের ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড ম্যাস মিডিয়া বিভাগে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

রিপোর্ট রাইটিং ও প্রেজেন্টেশন দক্ষতা ও তথ্য বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ থাকতে হবে। মাল্টিটাস্কারও ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার মানসিকতা ও চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

অ্যাডবি ফটোশপ ও ইলাস্ট্রেটরের কাজে আগ্রহ থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বিশেষ করে চট্টগ্রামের স্থানীয় ভাষা ও রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যোগাযোগ দক্ষ হতে হবে।

মাসিক বেতন : বেতন ১১,১২০০ টাকা। এছাড়াও বার্ষিক দুইটি উৎসব ভাতা, গ্র্যাচুয়েটি, জীবন বিমা ও মোবাইল অ্যালায়েন্স প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৮ মে, ২০২২

আরও খবর