নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজবাড়িতে মা ও দুই মেয়ের গলা কাটা লাশ পাওয়া গেছে। রোববার (২২ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়।
নিহতের স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগনে মোমেন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, রাহিমা বেগম এবং ছেলে রাব্বি শেখ ও মেয়ে রাকিবা শেখ।
বেলাব থানার ওসি সাফায়েত হোসেন পলাশ বলেন, এ খবর পেয়ে আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-