কক্সবাজার জার্নাল ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসেছেন বলেই আমরা আলোকিত বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (২১ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশ যখন দুর্নীতি, সন্ত্রাসীতে নিমজ্জিত ছিল সে সময় তিনি দেশে ফিরে আসেন। কঠোর হাতে দমন করেছেন সন্ত্রাসীদের। প্রধানমন্ত্রীর কারণেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
যমুনা টিভি অনলাইন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-