চট্টগ্রাম •
সিসিটিভি ফুটেজ দেখে আবিদুল হক বাবু (২২) নামরে এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) রাতে আমানত শাহ মাজার গলির সামনে হতে চোরাইকৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আবিদুল হক বাবু বোয়ালখালী থানার পশ্চিম গোমদন্ডী এলাকার তালুকদার বাড়ির বাসিন্দা ছৈয়দুল হকের ছেলে।
এসআই মিজানুর রহমান চৌধুরী বলেন. গত ১২ মে নগরীর সিআরবি সাত রাস্তার মোড় থেকে ১টি নীল রংয়ের ইয়ামাহা ফেজার মোটর সাইকেল চুরি হয় । এ বিষয়ে মোটর সাইকেলের মালিক থানায় অভিযোগ করে।
পরে অভিযোগের সূত্রে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং বিশ্বস্থ সূত্রে খোঁজখবর নিয়ে জেল রোড়ের আমানত শাহ মাজার গলির সামনে হতে আবিদুল হক বাবুকে চোরাইকৃত মোটরসাইকেলসহ আটক করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-