ফারুক আহমদ, উখিয়া •
উখিয়ার বিভিন্ন হাট-বাজারে নিম্নমানের ও ভেজাল হাঁস মুরগি এবং গবাদি পশুর খাদ্য বিক্রি করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এত করে খামারি মালিক ও পোল্ট্রি ফার্ম উদ্যোক্তারা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এদিকে লাইসেন্স বিহীন এবং অবৈধ উপায়ে গুণগত মান নির্ণয় না করে দীর্ঘদিন ধরে উখিয়া বিভিন্ন পশু খাদ্যের দোকানে নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রি ও খামারিদের নিকট থেকে খাদ্যের অতিরিক্ত দাম আদায়ের এমন অভিযোগে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযানে নামেন ভ্রাম্যমান আদালত। নিরাপদ প্রানিজ খাদ্য নিশ্চিতকরনে মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী উখিয়া উপজেলায় বিভিন্ন পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কোটবাজার সুমাইয়া স্টোরকে ৫ হাজার টাকা, বেলাল স্টোরকে ১০হাজার টাকা, খদিজা পোল্ট্রি ফিডকে ৩হাজার টাকা, মরিচ্যা পারভেজ এন্ড ব্রাদার্স ৭হাজার, মায়েরদোয়া পোল্ট্রি ফিডকে ৫হাজার টাকা এবং জান্নাত পোল্ট্রি ফিডকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মো: তাজউদ্দিন। এ সময় উখিয়া প্রাণিসম্পদ কর্মকর্তা (এলডিডিপি) ডা: প্রবীর দেব, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবুল কাশেম, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম।
এ প্রসঙ্গে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মো: তাজউদ্দিন বলেন, উপজেলার কোটবাজার ও মরিচ্যা বাজারের ৬টি পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্য বিক্রেতার লাইসেন্স না থাকায় মোট ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-