নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে খুরুশকুল ইউনিয়নের পেশাদার ছিনতাইকারী শাহআলম সহ ২ জনকে গ্রেফতার করেছে।।
১৯ মে রাত আড়াইটায় শহরের খুরুশকুল ইউপিস্থ কুলিয়াপাড়া কমার্স কলেজ সংলগ্ন ছনখোলা রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত ২টি অত্যাধুনিক টিপ ছোরা সহ মোট ৩টি ছোরা, ২টি রড ও ১টি প্লাস উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
জেলা পুলিশ জানায়, ১৯মে রাত আড়াইটার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম ডাকাতির প্রস্তুতির নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল ইউপিস্থ কুলিয়াপাড়া কমার্স কলেজ সংলগ্ন ছনখোলা রাস্তার মাথায় বিশেষ অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সদরের খুরুশকুল ইউপির ৯নং ওয়ার্ড কুলিয়া পাড়ার বশির আহাম্মদের পুত্র মোঃ শাহ আলম(২০) এবং একই এলাকার মোঃ ইউসুফের পুত্র মোঃ সুমন (২২)কে স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার সদর-মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-