মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে বঙ্গোপসাগর থেকে ১২ নারী ও ১ শিশুসহ ৩৩ রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।

গতরাতে কক্সবাজারের সেন্টমার্টিন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনী জানিয়েছে, নিয়মিত টহল দল সাগরে টহল দিচ্ছিল। এমন সময় সবুজ রংয়ের একটি ইঞ্জিন নৌকাকে দ্রুত পার হতে দেখা যায়। তাদরকে থামতে সংকেত দেয়া হলেও তারা নির্দেশনা মানেনি। পরে তাড়া করে নৌকাটিকে আটক করে নৌসদস্যরা।

আটক রোহিঙ্গা এবং তাদের পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানায় নৌবাহিনী।

আরও খবর