চট্টগ্রাম :
চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের ৫ হাজার টাকা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (৯ মে) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন। তবে ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার কুতুবুনিয়া এলাকার হোসেন আহম্মেদের ছেলে মো. শফি এবং একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আবছার উদ্দীন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি নগরের কোতোয়ালী থানার স্টেশন রোডের ঢাকা হোটেল থেকে দুইজনকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-