নিউজ নাও :
বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দলের পদ পাবেন। তবে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারন সম্পাদক, সিঃ যুগ্ন সাধারন সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে দলের বিদ্রোহী প্রার্থীরা আসতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি।
চট্টগ্রাম সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাথে বৈঠকে এই সংক্রান্ত লিখিত নির্দেশনা দেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সংগঠনিক সম্পাদক।
চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগদানের জন্য এসে সাংগঠনিক সম্পাদক স্বপন শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা করেন। এই সময় বিদ্রোহীদের দলের গুরুত্বপূর্ণ ৫টি পদে না রাখার নির্দেশ দেন তিনি।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন কক্সবাজার আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে নিজ হাতে লিখিতভাবে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই ভাবেই আমরা কাজ করে যাচ্ছি।
এছাড়াও আগামী ২৬ মে’র বর্ধিত সভার আগে সকল উপজেলার ওয়ার্ড ও ইউনিয়নের সম্মেলন শেষ করার তাগিদ দেন তিনি। তবে রামু উপজেলার সম্মেলনের কার্যক্রম আপাতত বন্ধ রাখতে বলেন। বর্ধিত সভায় এই সকল সম্মেলন শেষ করে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
বৈঠকে মহেশখালীর কারামারছড়া ও বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় ঐ দুই ইউপির নির্বাচন শেষে সম্মেলন করার সিদ্ধান্ত দেয়া হয়।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির মামলা ও টেকনাফ পৌর আওয়ামী লীগের সৃষ্ট জটিলতা নিরসনে কেন্দীয় ধর্মবিষয়ক সম্পাদক এডঃ সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এই সময় মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-