টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ ডাকাত দল ‘সালমান শাহ’ গ্রুপের প্রধান শহিদুল ইসলাম ওরফে সালমান শাহসহ তিন জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৫ মে) রাত ৯টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন টেকনাফের দক্ষিণ লেদা ক্যাম্পের শহিদুল ইসলাম ওরফে সালমান শাহ ও তার সহযোগী একই ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ শফি এবং মোহাম্মদ কাছিম।
বিষয়টি নিশ্চিত করে ১৬ আমর্ড পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সালমান শাহ ডাকাত গ্রুপ ক্যাম্পে ডাকাতি, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে দুই সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, সালমান শাহের বিরুদ্ধে হত্যা, অপহরণসহ একাধিক অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-