চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. লিটন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনাখালীর কইন্যারকুম এলাকায় মাতামুহুরীতে মাছ ধরতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজের চার ঘন্টা পর বেলা দুইটার দিকে তার মরদেহ ভেসে উঠে।
মো. লিটন কোনাখালী ইউনিয়নের পুরত্যাখালী গ্রামের পূর্বপাড়ার মো. রফিকের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, সকাল ১০টার দিকে মাতামুহুরী নদীর কইন্যারকুম এলাকায় মাছ ধরতে যায় লিটন। এসময় নদীতে জাল ফেললে তা আটকে যায়। জাল তোলার জন্য পানিতে ডুব দেয় লিটন। এরপর থেকে খোঁজ ছিল না তার।
ঘটনার পর এলাকার লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা ব্যাপক সন্ধান চালায়। ইত্যবশরে বেলা দুইটার দিকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার পানিতে ডুবে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-