ঈদের দিনের ১৩ সুন্নাত, যা রাসূল (সা.) করতেন

মুসলিমদের ঈদের দিন একটি পবিত্র ও ইবাদতের দিন। এই দিন শুধু উৎসবের নয়। আনন্দের পাশাপাশি ইবাদতটাই মুখ্য এ দিনে। ঈদের দিন রয়েছে ১৩টি সুন্নাত। যা রাসূল (সা.) করতেন।

আসুন সেগুলো জেনে নেয়া যাক-
>>> অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।

>>> মিসওয়াক করা।

>>> গোসল করা।

>>> শরীয়তসম্মত সাজসজ্জা করা।

>>> সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।

>>> সুগন্ধি ব্যবহার করা।

>>> ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া।

>>> সকাল সকাল ঈদগাহে যাওয়া।

>>> ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।

>>> ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।

>>> যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা।

>>> পায়ে হেঁটে যাওয়া।

>>> ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে তাকবীর পড়তে থাকা।

আরও খবর