বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা

চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ ইমন (২২) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে।

রবিবার (১ মে) রাত ১১টার দিকে বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার বজ্রঘোনা ৮নং গলিতে এ ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ছুরিকাঘাতে আহত ইমন নামে এক তরুণকে রবিবার (১ মে) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ ইমন বাকলিয়া থানাধীন দক্ষিণ পাড় বদরুজ মাঝির বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

সালাউদ্দিন নামে তার এক প্রতিবেশী জানান, রবিবার রাত ১০টার দিকে রিয়াদ নামে স্থানীয় এক ব্যক্তি ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর বজ্রঘোনা কর্ণফুলী নদীর পাড়ে নিয়ে গিয়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

রিয়াদ এলাকায় মাদক ব্যবসা করে দাবি করে সালাউদ্দিন বলেন, ‘ইমন মাদক বিক্রিতে বাধা দিয়েছিল। এই ক্ষোভ থেকে তাকে খুন করা হয়েছে।’

আরও খবর