নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে চাকু-ছুরিসহ চারজন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি-দুইটি চাকু উদ্ধার করা হয়। মূলত তারা সেখানে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
শনিবার রাত সাড়ে আটটার দিকে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি বিল্লাল উদ্দিন।
আটকরা হলেন, শহরের বৈদ্যঘোনা খাজা মঞ্জিল এলাকার মৃত দানু মিয়ার ছেলে আজিজ মোহাম্মদ জিসান (২০), পাহাড়তলীর হালিমা পাড়ার সামশুল আলমের ছেলে সাইফুর রহমান (২১), দক্ষিণ রুমালিয়ারছড়ার জাগের হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২০) ও পশ্চিম লারপাড়ার মোহাম্মদ জসিমের ছেলে সাদেক হোসেন (২০)।
সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি বিল্লাল উদ্দিন বলেন, শনিবার ভোররাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের শহরের হোটেল-মোটেল জোনের সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-