কোর্টবাজারে সন্ত্রাসীদের উৎপাত বৃদ্ধি: ছুরিকাঘাতে গুরুতর আহত এক স্কুলছাত্র!

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ(১৭) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে।

শুক্রবার(২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কোর্টবাজার স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদ ফোরকান(২২) নামের এক যুবককে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে উখিয়া ট্রাফিক পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চাইনিজ চাকু(ছুরি) উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়,ফোরকানের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রিয়াদ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার প্রেরণ করা হচ্ছে বলে জানা যায়।

আরও খবর