কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ১০ মামলার আসামি মিনহাজুল আবেদীন রকিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি দেশিয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের এসএম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকি শহরের সমিতি বাজার এবিসি ঘোনা এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী বলেন, গেল এক মাস ধরে তার অপরাধ কর্মকাণ্ডের উপর নজর রেখেছিল র্যাব। সশস্ত্র অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করে রকি। এমন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবন থেকে তাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি তার অপরাধ কর্মকান্ডে নতুন করে জড়িয়ে পড়ার নানা তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-