কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে অপহৃত ঢাকার ব্যবসায়ী টেকনাফে উদ্ধার

বিশেষ প্রতিবেদক •

কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে অপহৃত ঢাকার ব্যবসায়ী শফিকুল আলমকে (৪২) টেকনাফের নোয়াখালীয়া পাড়ার পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন ।
তিনি জানান, গত ২৩ এপ্রিল ব্যবসায়িক কাজে ঢাকা থেকে কক্সবাজার যান ব্যবসায়ী শফিকুল। ওইদিন কক্সবাজার শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে অপহরণ করে টেকনাফের নোয়াখালীয়া পাড়ার নির্জন পাহাড়ি এলাকায় আটকে রাখে এবং শারিরীক নির্যাতন করে অপহরণকারীরা।

পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি র‌্যাব অবহিত হওয়ার তৎপরতা শুরু করে।

উদ্ধারের পর শফিকুলকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর কর হয়েছে। তবে এসময় অপহরণের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও খবর