জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কক্সবাজারের জীবন

ঐতিহাসিক জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়ার তারেকুল ইসলাম জীবন। আজ সোমবার(২৫ এপ্রিল) নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত জব্বারের বলী খেলার ১১৩তম আসরের ফাইনালে কুমিল্লার শাহজালালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি।

দুই বছর আগে ১১০তম আসরের ফাইনালে শাহজালালের কাছে হেরেছিলেন জীবন। আজ সেই হারের প্রতিশোধ নিলেন তিনি।

এর আগে সেমিফাইনালে জীবন বাঁশখালীর মবিন বলীকে হারায়। আরেক সেমিফাইনালে শাহজালাল হারায় সৃজন চাকমাকে।

আবদুল মবিন তৃতীয় এবং সৃজন চাকমা চতুর্থ স্থান লাভ করেন।

ফাইনালে শাহজালাল এবং জীবন ৩০ মিনিটের বেশি লড়াই করে কেউ কাউকে হারাতে পারেননি। শেষ পর্যন্ত বিচারকরা জীবন বলীকে বিজয়ী ঘোষণা করেন।

আরও খবর