গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের মতো কক্সবাজারের টেকনাফে উপজেলায় তৃতীয় পর্যায়ে ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে মাথাগোঁজার ঠাঁই একটি বাড়ি এবং ২ শতক জমি।
এর মধ্যে ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন শেষে ৪০টি পরিবারকে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন উপজেলা প্রশাসন।
২৪ এপ্রিল (রোববার) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিং’এ এসব তথ্য জানান টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) এরফানুল হক চৌধুরী, উপজেলা প্রকৌশলী আরিফ ইসলাম চৌধুরী, পিআইও কর্মকর্তা সুবীর কুমার দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা চীনময় বড়ুয়া মানস প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর ঘোষণা “দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না” এ ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে এবার টেকনাফ উপজেলায় ১১০ টি গৃহহীন পরিবারকে এ ঘরগুলো উপহার দেওয়া হবে।
এর মধ্যে আগামী ২৬ এপ্রিল ৪০টি পরিবারকে ৪০টি ঘর বুঝিয়ে দেওয়া হবে। এছাড়া বাকি ৭০ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ইউএনও কায়সার খসরু বলেন, ‘ভূমিহীন ও গৃহহীন মানুষের এই ঘরগুলোতে সকল ধরনের সুযোগসুবিধা থাকবে। এসব ঘরের সাথে প্রধানমন্ত্রীর নাম সরাসরি যুক্ত রয়েছে।
ফলে ঘর গুলো নির্মানে কোন প্রকার অনিয়ম হলে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আগামী (২৬ এপ্রিল) গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তৃতীয় পর্যায়ে টেকনাফের ৪০টি পরিবারকে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।
তিনি আরো বলেন, ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ স্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় এসব ঘর নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এতে করে আপন ঠিকানায় মাথাগোঁজার ঠাঁই পাবে পরিবারগুলো।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অর্থায়নে ভূমিহীন-গৃহহীন পরিবারে প্রথম, দ্বিতীয় পর্যায়ে ২৬২টি এবং ততৃীয় পর্যায়ে ১১০টিসহ টেকনাফের জন্য সর্বমোট ৩৭২টি ঘর বরাদ্দ এসেছে। তার মধ্য এর আগে ২৬২টি ঘর হস্তান্তর করা হয়েছে।
এছাড়া আগামী ২৬ এপ্রিলসারাদেশে তৃতীয় পর্যায়ে ৪০টি পরিবারকে জমি ও গৃহপ্রদান অনুষ্ঠানে আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করে গৃহ এবং জমির দলিল হস্তান্তর করবেন। বাকি ঘরগুলো নির্মাণ চলছে।
এদিকে প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী পরামর্শ ও অনুরোধে ইউএনও নির্দেশ ক্রমে প্রয়াত তিন সাংবাদিকের পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছেন সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-