উখিয়ায় জমি সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

উখিয়ার মরিচ্যাপালং মৌজার আর এস ৯৯ নং খতিয়ান, আর এস ১০০ নং খতিয়ান ও বি এস ২৬২ নং খতিয়ান মূলে ক্রয় সুত্রে মালিক হন হাজি ফজল করিম গং। কিন্তু একটি ভূমিদস্যু গন চরম জালিয়াতির মাধ্যমে বি,এস ৮০৫ নম্বরের একটি ভুয়া সৃজিত খতিয়ান সৃজন করে উক্ত জমি জবরদখলের চেষ্টা চালালে আমরা ওয়ারিশ গন জানতে পেরে মাননীয় আদালতে একটি মামলা দায়ের করি যার মামলা নং- অপর ০৮/২০১৩ ইং।

মাননীয় আদালত সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে উক্ত জালিয়াতির মাধ্যমে সৃজন করা ৮০৫ নং খতিয়ানের কার্য্যক্রম স্থগিত ঘোষণা করেন।

এদিকে আমরা উক্ত জমির ওয়ারিশ গন জানতে পেরেছি যে উক্ত ভুমিদস্যু চক্র উপরে বর্নিত জমি জালিয়াতির মাধ্যমে বিক্রয় করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এমতাবস্থায় সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে উক্ত জমি ক্রয় ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করিবেন এবং নিজ দায়িত্বে করিবেন। পরবর্তি কোন প্রকার প্রতারনার শিকার হলে আমরা ওয়ারিশ গন দায়ী থাকিবনা। ইহা অতীব জরুরী।

নিবেদক
হাজি ফজল করিম গং
গুরা মিয়া গ্যারেজ
হলদিয়া পালং, উখিয়া কক্সবাজার।

আরও খবর