গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহি যানবাহনের বৈধ কাগজ পত্র তল্লাশী করার সময় গাঁজার চালান ভর্তি একটি প্রাইভেট কারসহ রেজাউল করিম নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটক ব্যাক্তি হচ্ছে, টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকার আব্দুল মান্নানের পুত্র।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুঁইয়া জানান, ২০ এপ্রিল (বুধবার) দুপুর ১২ টার দিকে প্রতিদিনের ন্যায় মেরিনড্রাইভ সড়কে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেট কার গাড়ীর বৈধ কাগজ পত্র চেক করার সময় গাড়ীর চালকের আসনে বসা ব্যাক্তির গতিবিধি সন্দেহজনক হলে কারটি তল্লাশী করে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
এরপর মাদক বহনের দায়ে চট্টমেট্টো খ-১১-২০৫৬ কার গাড়িটি জব্দ করা হয় এবং মাদক কারবারে জড়িত গাড়ীর চালক রেজাউল করিমকেও আটক করতে সক্ষম হয়। গাঁজার চালানসহ আটক অপরাধীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-