রোহিঙ্গা শিবির পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার!

ইমরান আল মাহমুদ:


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

বুধবার(২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন উখিয়া পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

পরে রোহিঙ্গ ক্যাম্প-৮ এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্যাম্প-৮ এ অবস্থিত সিআইসি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন শরণার্থী ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ,অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছু-দ্দৌজা,ক্যাম্প ইনচার্জ সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও আলোচনা সভা শেষে প্রতিনিধিদল উখিয়া ত্যাগ করেন।

উল্লেখ্য,২০১৭ সালে নিপীড়নের মুখে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এর ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ১৪ লাখ রোহিঙ্গা শরনার্থী হিসেবে আশ্রিত রয়েছে। যাদের সেবায় দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের তিনটি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে আসছে।

আরও খবর