উখিয়ায় ২৬ এপ্রিল জমি ও ঘর পাচ্ছে একশো গৃহহীন পরিবার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল উখিয়ায় ১০০ পরিবারকে মুজিববর্ষের উপহার নতুন সেমিপাকা ঘর ও জমি হস্তান্তর করা হবে।

ইতিমধ্যে এসব ঘর নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানির ব্যবস্হা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

১৯ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এসময় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আগে প্রধানমন্ত্রী সারাদেশে মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষদের ঘর প্রদান করবেন৷

তারই অংশ হিসেবে এইদিন উখিয়ার ১০০টি পরিবারকে ১০০টি ঘর ও প্রত্যেকটি পরিবারকে ২ শতাংশ জমি প্রদান করা হবে৷

তিনি আরও বলেন, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে এসব ঘর দেওয়া হচ্ছে।

আরও খবর