চট্টগ্রাম •
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চুনারটাল এলাকায় অভিযান চালিয়ে তিন কোটি টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার। আটককৃত নূর হোসেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মুছনী ক্যাম্পের মোহাম্মদ ইসলামের ছেলে।
সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, চান্দগাঁও থানার চুনারটাল এলাকায় একটি ভবনে মাদক মজুত রেখে বেচাকেনা চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৯৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা।
র্যাবের এ কর্মকর্তা আরো বলেন, রোহিঙ্গা নূর হোসেন টেকনাফের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম চলে আসেন। এরপর ভুয়া জন্ম সনদ তৈরি করে নিজেকে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে চান্দগাঁও এলাকায় বাসা ভাড়ায় নেন। সেখানে নূর হোসেন একটি জুতার কারখানায় কাজ করলেও তার আয়ের প্রধান উৎস ছিল মাদক ব্যবসা।
তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-