উখিয়ার কুলালপাড়া ও হিন্দুপাড়া ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

ইমরান আল মাহমুদ •


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল।

সোমবার(১৮ এপ্রিল) সকাল ১১টায় প্রতিনিধিদল কুতুপালং ক্যাম্প-১ ইস্ট হিন্দুপাড়া ও মৃৎশিল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

প্রতিনিধিদলটি কুতুপালং হিন্দু পাড়ায় ব্র্যাক অফিসের কার্যক্রম, আলোচনা সভা ও পরে উখিয়ার কুলাল পাড়ায় মৃৎশিল্পের বিভিন্ন কার্যক্রম দেখতে যান। বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক নাইমুল হক।

তিনি জানান,”সোমবার যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প হিন্দু পাড়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুরে উখিয়া ত্যাগ করেন।”