টেকনাফ প্রতিনিধি •
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয়দের বসতঘরে ডাকাতির প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে জনতা ও আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যা।
আজ শনিবার ভোররাত ১টার সময় টেকনাফের জাদিমুড়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি ডাকাত দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদিমুড়া এলাকায় হানা দেয়। খবর পেয়ে স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে জড়ো হতে থাকে। এ সময় এপিবিএন সদস্যরাও এগিয়ে আসে।
এতে এক পর্যায়ে ডাকাত দল ৮/১০ রাউন্ড ফাঁকা ফায়ার করে পাহাড়ের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-