পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

উখিয়া প্রতিনিধি •

পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (২৩) নামে এক রোহিঙ্গা খুন হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৩ বøকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক জানান,নিহত রোহিঙ্গা জাহিদুল একজন রাজমিস্ত্রী লেবার সর্দার। তার কাছে কাজের টাকা পেত একই ক্যাম্পের উক্ত বøকের লেবার আনিছুর রহমান ,সুলতান সহ কয়েকজন। পাওনা টাকা চাওয়ার জের ধরে উল্লেখিত ঘটনা ঘটে।

উক্ত রোহিঙ্গা লেবারসহ আরো ৩/৪ জন রোহিঙ্গার ছুরিকাঘাতে উক্ত ক্যাম্পের সলিমের ছেলে রোহিঙ্গা জাহিদুল ইসলাম (২৩) গুরুতর আহত হয়ে পড়ে।

স্হানীয় রোহিঙ্গারা আহত জাহিদুলকে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে এপিবিএন এর ঐ কর্মকর্তা জানান। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলমান বলে জানা যায়।

আরও খবর