কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১৫।
এসময় তাদের কাছ থেকে ৩টি ছুরি ও ১টি চাকু উদ্ধার করা হয়।
৯ এপ্রিল রাত পৌনে ১২ টায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, পৌরসভাস্থ বাজারঘাটা এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পলায়নের চেষ্টাকালে ৬ জনকে আটক করে।এসময় আটককৃত ব্যক্তিদের উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসা করলে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৩টি ছুরি ও ১টি চাকু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি, চাকু (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছে।
অভিযানে আটককৃতরা হলো- ১। দীন মোহাম্মদ (১৮), (রোহিঙ্গা),পিতা-নুর ইসলাম, মাতা-রজুমা খাতুন, সাং-কুতুপালং ক্যাম্প-১, ব্লক-এ৯, থানা-উখিয়া,
২। গিয়াস উদ্দিন (২১), পিতা- জাহাঙ্গীর আলম, মাতা-শামছুন নাহার, সাং-সমিতি পাড়া ১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা,
৩। মনজুর আলম (২৮),পিতা- মৃত মনির আহম্মদ, মাতা- মৃত মমতাজ বেগম, সাং- নুনিয়ারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা
৪। রমজান আলী (৩০), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-দিলোয়ারা, সাং-সমিতি পাড়া, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা,
৫। মোঃ সোহেল (৩২), পিতা- মৃত শাহাজাহান, মাতা-মৃত সামছুন নাহার, সাং-টেকপাড়া, মাঝিরঘাট, ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা,
৬। সাইফুল বাপ্পি (২৬),পিতা-আবু তালেব, মাতা- নুর নাহার বেগম, সাং-লাইট হাউস পাতের ঘোনা, ১২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
র্যাব-১৫ আরও জানায়,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-