মোবাইল গেইমকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

চকরিয়া প্রতিনিধি •

চকরিয়ায় মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে বিতর্কের এক পর্যায়ে মারধরে মোহাম্মদ ইউনুস (৩৫) নামের যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ এপ্রিল) বিকাল সোয়া ৫ টায় হারবাং ইউনিয়নের কালা চাইন্দারমার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস দিল মোহাম্মদের ছেলে। তারা মায়ানমারের নাগরিক। দীর্ঘদিন পূর্বে তারা অবৈধ অনুপ্রবেশ করে হারবাংয়ে বসবাস করে আসছিল বলে জানা গেছে।

বিকেলে মোবাইলে গেম খেলার এক পর্যায়ে নুরুন্নবী ও জকিরসহ আরো কয়েকজন মাঝে ঝগড়া হয়। একপর্যায়ে উপর্যুপরি কিল ঘুষিতে মারা যায় ইউনুস। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান মেহেরাজ উদ্দীন মিরাজ ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারি নিহত যুবক সপরিবারে মায়ানমারের নাগরিক।

শুক্রবার বিকাল সোয়া ৫ টার দিকে মোবাইলে গেম খেলা নিয়ে সঙ্গীদের সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কিল-ঘুষিতে ইউনুস মারা যায় বলে প্রাথমিক ধারণা করা হয়। শনিবার সকালে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।

আরও খবর