এম ফেরদৌস, উখিয়া •
উখিয়ায় দিন দুপুরে সন্ত্রাসী কায়দায় ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা খাইরুল বশর নামে এক ব্যাক্তিকে পরিকল্পিতভাবে হামলা করার অভিযোগ উঠেছে।
আহত খাইরুল বশর (৩০) উখিয়া গরুবাজার এলাকার স্থায়ী বাসিন্দা। তাকে শরীরে বিভিন্ন স্থানে জখম করে তার ব্যবহারিত মটর সাইকেলও ভেঙ্গে দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টির দিকে উখিয়া ফরেস্ট রোড়ের মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডজনখানেক মাদক মামলার আসামী ও বিভিন্ন অপকর্মের মুলহোতা মাহমুদুল হক ও হামিদুল হক নামে দুই ব্যাক্তি এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, ফলিয়া পাড়ার আব্দু শুক্কুরের ছেলে মাহমুদুল হক ও হামিদুল হক তারা দুইজন প্রতিনিয়ত উখিয়ায় মাদক সেবন করে উৎপেতে থাকে। তাদের কথাবার্তার ভাব ভঙ্গি দেখে মানুষ ভয় পায়। নিয়মিত মদপান করে দিন দুপুরে বিভিন্ন অপকর্ম করে দাপিয়ে বেড়ায়। কখন কোথাই কাকে আঘাত করে তার কোন হিসাব নেই। এমন মাতাল অবস্থায় একজন নিরহ ব্যাক্তিকে অন্যায়ভাবে জখম করে তার গাড়িটি ভেংগে দিয়ে চলে যায়।
এ ঘটনায় এলাকাবাসী ও তার পরিবার প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চেয়ে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয় নিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোরশেদ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তপুর্বক ৫ ঘন্টার মধ্যে সন্ত্রাসী মাহমুদুল হক হামিদুক দুইজনকে আটক করতে সক্ষম হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-